1. selimnews18@gmail.com : একাত্তর এক্সপ্রেস :
 2. selim.bmail24@gmail.com : একাত্তর এক্সপ্রেস (টিম ২) : একাত্তর এক্সপ্রেস (টিম ২)
 3. asadzobayr@yahoo.com : Zobayr : আসাদ জোবায়ের
কেমন আছেন পপি?
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৩ অপরাহ্ন

কেমন আছেন পপি?

বিনোদন ডেস্ক:
 • প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২০

নব্বইয়ের দর্শকের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। গেল ২২ জুলাই তার দেহে করোনা শনাক্ত হয়। এরপর ঘরোয়া চিকিৎসা সুস্থ হয়েছেন পপি।

আক্রান্ত হওয়ার সময় পপি খুলনায় তার নিজ বাড়ি খালিশপুর ছিলেন। তবে করোনা ধকল কাটিয়ে সম্প্রতি পপি ঢাকায় ফিরেছেন। নগরীর ইস্কাটনের বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছেন তিনি।

এ ব্যাপারে পপি বলেন, সম্পূর্ণ সুস্থ আছি। তবে মাঝে মাঝে শরীর দুর্বল লাগে। আপাতত চিকিৎসকের পরামর্শে ভিটামিন ও পুষ্টিকর খাবার খাচ্ছি।

করোনার ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে কুলি খ্যাত নায়িকা বলেন, জানেন শুরুতে শ্বাসকষ্ট হতো। ভেবেছিলাম মরেই যাবো! ভয়ে মাঝেমধ্যে ভেঙে পড়তাম। পরেই সবার মানসিক সাপোর্ট মনোবল শক্ত করে সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শ মেনে ঔষধ নিয়েছি। মানুষের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে উঠছি।এ যাত্রায় বড় বাঁচা বেঁচেছি।

গেল কয়েক বছর ধরে পপির সঙ্গে ঢাকাই ছবির এক নায়কের সঙ্গে প্রেম, বিয়ের গুঞ্জন চাউর হয়। তবে সম্প্রতি ওই নায়ক এবং পপি দুজনেই প্রেম এবং বিয়ের বিষয়টি অস্বীকার করেন।

 •  
  101
  Shares
 • 101
 •  
 •  
 •  
 •  
 •  
এ বিভাগের আরও খবর...

Comments are closed.