1. selimnews18@gmail.com : একাত্তর এক্সপ্রেস :
  2. selim.bmail24@gmail.com : একাত্তর এক্সপ্রেস (টিম ২) : একাত্তর এক্সপ্রেস (টিম ২)
  3. rafiqulislambd320@yahoo.com : একাত্তর এক্সপ্রেস : একাত্তর এক্সপ্রেস
  4. asadzobayr@yahoo.com : Zobayr : আসাদ জোবায়ের
ফাহমিদা ইয়াসমিন'র এক গুচ্ছ কবিতা
বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ১২:০২ পূর্বাহ্ন

ফাহমিদা ইয়াসমিন’র এক গুচ্ছ কবিতা

সাহিত্য ডেস্ক
  • প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২০

মায়া

মায়া কী?
জানি বলবে-
কারোপ্রতি হৃদয় জড়ানো
ব্যাকুলতা,
আকর্ষনের দূর্নিবার শক্তি
কিংবা
অনুভূতির কোমল স্তর
যা স্পর্শ করে
ভালবাসার অতলান্ত

অথবা,
সংক্ষেপে বলবে-
উত্তর জানা নেই।
নাই বা জানলে!

হোক সে মায়া প্রহেলিকা
তবুও কিছুতো আছে!
অদূশ্য কিছু আছে বলে

আমার জন্য তুমি আছো।
তুমি আছো বলে
নিকষ অন্ধকারেও এক চিলতে
আলোর ঝিলিক নেচে ওঠে।
তুমি আছো বলে

রুদ্ধপ্রাণে নি:শ্বাসের স্পন্দন জাগে
বেঁচে থাকার।
হয়তো বসন্তের কোকিল হয়ে
ফিরিয়ে নিবে
ক্ষণিকের সুখ,
নিরুদ্দেশে হারাবে তোমার এ মায়া।

সেদিনও থাকবে তুমি,
থাকব আমি অবাক বিস্ময়ে
অস্তবেলার পশ্চিম দিগন্তের
শেষ রহস্যটুকু হয়ে,
কষ্ট নামক
অন্য একটি মায়ার বাঁধনে।

 

বন্ধু …

বন্ধু,
আমি দেখেছি তোমায় সাগরের কিনারে,
শীতের সকালে ঘাসের ডগায় জমা শিশির বিন্দুতে আর—
ফুটন্ত গোলাপের সুবাসিত পাপড়ির চোখে
নিশির প্রেমে জেগে থাকা হাসনা হেনার ঘ্রাণে !

বন্ধু,
তুমি মিশে আছো আমার অনুভবে
একান্ত ভাবনায়,
তোমার দেখা পেলে নিঃসঙ্গতা ভুলে যাই সবুজ প্রেমে,
নীরব চাহনী হ্দয়ে জাগায় শিহরণ !

দীর্ঘ পথ চলার সঙ্গী তুমি আমার মন জমিনে !
তুমি আমার সেই বন্ধু
যাকে নিয়ে ঘুমহীন রাএী দেই পাড়ি,
মান-অভিমান ভুলে ফের কথা বলি !

তুমি সেই,যে কষ্টগুলো হাসি মুখে
উড়িয়ে করো হাওয়া…।

 

মধ্যরাতের ট্রেন

রাত্রি দ্বিপ্রহরে একাকী দাঁড়িয়ে ছিলাম
ঝাউতলা রেলস্টেশনে
মধ্যরাতে শান্তি এক্সপ্রেসের অপেক্ষায় ।

রাঙ্গামাটির বিশাল পাহাড়
দেখতে গিয়েছিলাম
মেঘের সাথে পাহাড়ের মিতালী
দেখে মুগ্ধ হয়েছিল আমার মন।

নির্জন স্টেশনের ছাউনিতে বসে ভাবছিলাম
আর বারবার ঘড়ির দিকে তাকিয়ে
অপেক্ষা করছিলাম
কখন আসবে মধ্যরাতের ট্রেন।

রাতের আকাশ ছিল
ঝলমলে তারা ভরা
দূর থেকে দেখা গেছে জোনাকি গূলো উড়ছিল
উড়ে উড়ে গাইছিলো মন ভোলানো গান।

ছিমছাম নীরব ছিল চারপাশ
শিউলি তলায় টুপটুপ করে ঝর ছিল ফুল
হঠাৎ করে শুনতে পেলাম
মধ্যরাতের ট্রেন
হুইসেল বাজিয়ে চলে গেলো।

এ বিভাগের আরও খবর...

Comments are closed.