1. selimnews18@gmail.com : একাত্তর এক্সপ্রেস :
 2. selim.bmail24@gmail.com : একাত্তর এক্সপ্রেস (টিম ২) : একাত্তর এক্সপ্রেস (টিম ২)
 3. rafiqulislambd320@yahoo.com : একাত্তর এক্সপ্রেস : একাত্তর এক্সপ্রেস
 4. asadzobayr@yahoo.com : Zobayr : আসাদ জোবায়ের
এই বেজন্মার বিরুদ্ধে পদক্ষেপ করুন: শ্রীলেখা মিত্র
শনিবার, ০৮ মে ২০২১, ১২:৩৭ পূর্বাহ্ন

এই বেজন্মার বিরুদ্ধে পদক্ষেপ করুন: শ্রীলেখা মিত্র

বিনোদন ডেস্ক
 • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। স্বভাবে তিনি ঠোঁটকাটা, তাই কোনো কথাই মুখে আটকায় না। কিন্তু তাই বলে গালিগালাজ করবেন! বিস্মিয়কর লাগলেও এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।

হঠাৎ করে শ্রীলেখা কেন গালিগালাজ করছেন? মূল ঘটনা হলো, এ অভিনেত্রীর ছবি ব্যবহার করে দেবাশীষ বসু নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে কেউ। সেই অ্যাকাউন্ট থেকে অনেককে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হচ্ছে। আর বিষয়টি নজর এড়ায়নি শ্রীলেখার। আর তাতেই ক্ষেপেছেন তিনি।

দেবাশীষ বসু নামে ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন শ্রীলেখা। ক্যাপশনে জানতে চেয়েছেন, ‘আমার নাম কবে থেকে দেবাশীষ বসু হলো?’ পরের বাক্যে তিনি লিখেছেন—‘এই জারজের বিরুদ্ধে রিপোর্ট করুন।’

শ্রীলেখার অনুসারীরা তার পাশে দাঁড়িয়েছেন। ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে সবাই রিপোর্ট করবেন বলে মত প্রকাশ করেছেন। সাবিনা ইয়াসমীন নামে একজন লিখেছেন—‘চলো দলে দলে দেবাশীষ বসুর নামে রিপোর্ট করি। আর হ্যাঁ তোমার (শ্রীলেখা) মুখে গালাগালি শুনতে ভালো লাগে না। খালি ‘সোনা’ আর ‘দুষ্টু’ শুনতে চাই।’’ তবে শ্রীলেখার দাবি, যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করাই উচিৎ।

শ্রীলেখা ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন—আমি ওই লোকটির প্রোফাইল দেখেছি। লোকটি বিকৃতমনস্ক। বেছে বেছে আমার গ্ল্যামারাস ছবিগুলো ব্যবহার করেছে, সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য।

 •  
  25
  Shares
 • 25
 •  
 •  
 •  
 •  
 •  
এ বিভাগের আরও খবর...

Comments are closed.