1. selimnews18@gmail.com : একাত্তর এক্সপ্রেস :
 2. selim.bmail24@gmail.com : একাত্তর এক্সপ্রেস (টিম ২) : একাত্তর এক্সপ্রেস (টিম ২)
 3. rafiqulislambd320@yahoo.com : একাত্তর এক্সপ্রেস : একাত্তর এক্সপ্রেস
 4. asadzobayr@yahoo.com : Zobayr : আসাদ জোবায়ের
নোবিপ্রবি'র ইএসডিএম বিভাগে 'জিআইএস ল্যাব' উদ্বোধন
শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৪:২৬ অপরাহ্ন

নোবিপ্রবি’র ইএসডিএম বিভাগে ‘জিআইএস ল্যাব’ উদ্বোধন

নোবিপ্রবি প্রতিনিধি
 • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগের ’জিআইএস ল্যাব’ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকালে ইএসডিএম বিভাগে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এতে সভাপতিত্ব করেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মহিনুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উদ্বোধন শেষে উপাচার্য ইএসডিএম বিভাগের ল্যাব পরিদর্শন করেন।

 •  
  16
  Shares
 • 16
 •  
 •  
 •  
 •  
 •  
এ বিভাগের আরও খবর...

Comments are closed.