কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে সেগুন গাছ কর্তনের ঘটনা ঘটেছে। পরে বনকর্মী,সিপিজি সদস্য ও টু্যুরিষ্ট গাইডদের ধাওয়ায় কাটা গাছ ফেলে রেখে গাছ চোরদের পলায়ন। বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনবিট কর্মকর্তা, সিপিজি সদস্য ও ট্যুরিষ্ট গাইড সূত্রে জানা যায়,শনিবার সাপ্তাহিক ছুটির দিন ছিল। ওইদিন লাউয়াছড়া এলাকায় প্রচুর পর্যটক আসেন। লাউয়াছড়া উদ্যানের প্রবেশ টিকেট দিয়ে পর্যটকদের ভেতরে প্রবেশের ব্যবস্থায় সবাই ব্যস্ত ছিলেন। এ সুযোগে বিকাল ৩টায় ২০ থেকে ২৫ জনের সংঘবদ্ধ গাছ চোর চক্রের দল গাছ কাটার করাত নিয়ে এসে প্রবেশ পথের প্রদান ফটকের ৩শ গজ পূর্ব দিক থেকে প্রায় শতাধিক ফুট উচ্চার ৫ ফুট বেড়ের একটি সেগুন গাছ কাটে। সেগুন গাছটি কাটার ফলে বিকট শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ে। শব্দ শুনে প্রধান ফটকে থাকা কয়েকজন সিপিজি (কমিউনিটি পেট্রোলিং গ্রুপ) সদস্য,ট্যুরিষ্ট গাইড ও বনকর্মী ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। এ সময় সংঘবদ্ধ গাছ চোরচক্রটি তাদের ধাওয়া করে। পরে অতিরিক্ত লোকজন নিয়ে বন বিভাগ গাছচোরদের পাল্টা ধাওয়া করেন। ধাওয়া গাছ কাটার করাত,গায়ের কিছু কাপড়চোপড় ও কাটা গাছটি ফেলে রেখে গাছচোরচক্রটি পালিয়ে যায়। বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ধাওয়া খেয়ে গাছচোর চক্র পালিয়ে গেলেও কাটা সেগুন গাছটি ফেলে যায়। ঘটনাস্থল থেকে গাছচোরদের ব্যবহৃত করাত ও পরিদেয় কিছু কাপড়-চোপড় জব্দ করা হয়েছে।