1. selimnews18@gmail.com : একাত্তর এক্সপ্রেস :
 2. selim.bmail24@gmail.com : একাত্তর এক্সপ্রেস (টিম ২) : একাত্তর এক্সপ্রেস (টিম ২)
 3. rafiqulislambd320@yahoo.com : একাত্তর এক্সপ্রেস : একাত্তর এক্সপ্রেস
 4. asadzobayr@yahoo.com : Zobayr : আসাদ জোবায়ের
নোবিপ্রবি সিঙ্গেল সোসাইটির নতুন কমিটি
শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৫৫ অপরাহ্ন

নোবিপ্রবি সিঙ্গেল সোসাইটির নতুন কমিটি

নিউজ ডেস্ক
 • প্রকাশের সময়: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

নতুন কমিটি গঠন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) সিঙ্গেল সোসাইটি।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সিঙ্গেল সোসাইটির সদস্যদের সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী অরুনাভ অর্ণবকে সভাপতি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সিয়ামকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন জাহিদ হাসান শুভ, নিবাস দেব, হাসনাইন নাহিন, জহিরুল ইসলাম জহির, সাকিল আহমেদ শুভ, আলবার্ট বাপ্পন, আমির ফয়সাল।

কমিটির অন্য সদস্যরা হলেন-
সহ- সভাপতি:
১.ফাহিম(ESDM-14)
২.মোসাদ্দেক(BAN-14)
৩.রায়হান মুশফিক(BBA-14)
৪.তামিম(BAN-14)
৫.হাসিব শান্ত(THM-14)
৬.আসাদুজ্জামান সজল(ESDM-14)

যুগ্ন সাধারণ সম্পাদক:
১.নূর আহমেদ সাগর(BBA-14)
২.স্বাধীন(BBA-14)
৩.আজমীর (ISLM-14)
৪.কাফি(AGRI-14)
৫.সাদ(BAN-14)
৬.শামীম(AGRI)

সাংগঠনিক সম্পাদক: এস এম মাইনুল হক(ESDM-14)

সহ সাংগঠনিক সম্পাদক:
১.প্রণয়(BAN-14)
২.রিয়াদ(THM-14)
৩.সজীব(EDU-14)
৪.হাসিব(ISLM-14)
৫.জুয়েল(BBA-14)

দপ্তর সম্পাদক: আসাদুজ্জামান আসাদ(BBA-14)

উপ দপ্তর সম্পাদক:
১.সাদিক(BGE-14)
২.রিমনর(BBA-14

প্রচার সম্পাদক:
১.শুভ(ESDM-14)
২.বাদল(EDU-14)
৩.মেহেদী(ESDM)

অর্থ বিষয়ক সম্পাদক:
১.শিহাব (ESDM-14)
২.সাব্বির(ISLM-14)
সিঙ্গেলিজম গবেষণা বিষয়ক সম্পাদকঃনাঈম মোস্তফা(EDU-15)
পার্কের কাপলবেঞ্চ পাহারা প্রদান বিষয়ক সম্পাদকঃ তুহিন(Sociology)

কলাবাগান টহল বিষয়ক সম্পাদকঃমেহরাব(Law-15)

পুকুরপাড় টহল বিষয়ক সম্পাদকঃরাহাদ(Law-15)

কাপলরোড ও ব্যাকলগবন রক্ষন বিষয়ক সম্পাদকঃআকরাম(MIS-15)

সিঙ্গেল পরিচর্যা বিষয়ক সম্পাদক:শাকির(ESDM-15)
14 )
সান্ত্বনা প্রদান বিষয়ক সম্পাদকঃফজলে রাব্বী(EDU-15)

কু-প্রস্তাব দমনকারী সম্পাদকঃতাহসিনুর(ESDM-15)

নারী/পুরুষ আসক্তি দূরীকরণ বিষয়ক সম্পাদকঃ মোস্তাফিজুর রহমান(EDU-15)

প্রতারক নারী শনাক্তকরণ বিষয়ক
সম্পাদকঃ শিবলু(ACCE-15)
কাপল বিচ্ছিন্নকারী সম্পাদকঃমোমিন(BAN-15)
চিপাচাপা পর্যবেক্ষক বিষয়ক সম্পাদকঃসাইফুল(Sociology-15)

ভুয়া সিঙ্গেল শনাক্তকরণ বিষয়ক সম্পাদকঃআকিব(Sociology-15)

শাস্তি কার্যকর করণ বিষয়ক সম্পাদকঃESDM(15)
জাস্টফ্রেন্ড দমন বিষয়ক সম্পাদকঃরায়হান(AGRI-15)

কট দেওয়া বিষয়ক সম্পাদকঃ১.এনামুল করিম(EDU-15)
২.শাহরিয়ার সুমন(BAN-15)

নোবিপ্রবি সিঙ্গেল সোসাইটির সভাপতি অরুণাভ অর্ণব বলেন, অভিনন্দন উপদেষ্টা ভাইদের, অভিনন্দন সাধারণ সম্পাদক সহ সকল দায়িত্বপ্রাপ্ত সকল ভাই ও বন্ধুদের। নোবিপ্রবির মাটিতে কাপলদের ঠাঁই নাই। ধন্যবাদ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন সিসি ক্যামেরার আওতাধীন করে কাপল নির্মূল করাতে সাহায্য করার জন্য। সকল প্রেম বঞ্চিত ভাইদের প্রতি আহ্বান ভলোবাসার বন্ধনে আবদ্ধ সকল কাপলদের পবিত্র ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে বিলুপ্ত করতে হবে। মিথ্যা প্রলোভনে ভাসাবো না গা
প্রতারক নারী তুই আলোকবর্ষ দূরে যা
জয় সিংগেল সোসাইটির জয়
নোবিপ্রবির মাটি,সিঙ্গেলদের ঘাঁটি।

নোবিপ্রবি সিঙ্গেল সোসাইটির সাধারণ সম্পাদক
শাহরিয়ার আহমেদ সিয়াম বলেন, ভালোবাসা পবিত্র বিষয়।কিন্তু সেই পবিত্রতার সুযোগ নিয়ে কতিপয় কপোত-কপোতী যদি সমাজ বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয় তাহলে সেটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। সেই জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় সিঙ্গেল সোসাইটির সদস্যদের কড়া নজর রয়েছে। কোনো প্রকাশ অশালীন কার্যকলাপে যাতে কেউ লিপ্ত হতে না পারে তার জন্য সিঙ্গেল সোসাইটির সদস্যরা সর্বদা সতর্ক রয়েছে।কেউ অশালীন আচরণ করলে কঠোর হাতে দমন করা হবে। ভালোবাসার পবিত্রতা সমাজ,রাষ্ট্র তথা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ুক।
জয় হোক সিঙ্গেল সোসাইটির।

 •  
  77
  Shares
 • 77
 •  
 •  
 •  
 •  
 •  
এ বিভাগের আরও খবর...

Comments are closed.