সালাউদ্দিন:- মৌলভীবাজারের কুলাউড়ায় ১৩ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কুলাউড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলায় প্রতিবেশী হৃদয় মিয়া (১৯) নামের এক যুবককে আসামি করা হয়েছে ।
১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের এ ঘটনাটি ঘটে।
ধর্ষিতা শিশুটির মা এলাকায় গৃহপরিচারিকার কাজ করেন। সেই সুবাদে ধর্ষক হৃদয় মিয়া (১৯) কলা খাওয়ানোর লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।
ওই দিন রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়।পরদিন স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট শিশুটির মা প্রাথমিক চিকিৎসা করান। কিন্তু অবস্থার উন্নতি হয়নি।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) শিশুটি তার মাকে ঘটনাটি জানালে শিশুটির মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিষয়টি অবগত করেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে হৃদয়কে আসামি করে শিশুটির মা কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আসামি পলাতক রয়েছে ।আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।