সালাউদ্দিন:-মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভুয়া নৌবাহিনীর অফিসারকে আটক করেছে র্যাব।
২৬ ফেব্রুয়ারী (শুক্রবার) উপজেলার ভাটেরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ প্রতারককে আটক করে র্যাব।
আটককৃত প্রতারক আব্দুল সামাদ (৩৩) ফেঞ্চুগঞ্জ থানার মাইজ গ্রামের মোঃ আব্দুস শহীদের পুত্র।
আটককৃত প্রতারক আব্দুস সামাদের নিকট থেকে নৌবাহিনীর ভুয়া আইডিকার্ড, পাসপোর্ট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি দল শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ প্রতারককে আটক করা হয় ।
আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে কুলাউড়া থানায় হস্তান্তর করেছে র্যাব।