সালাউদ্দিন:- মৌলভীবাজারের কুলাউড়ায় জাল টাকা ও ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব।
আটক ব্যক্তি কুলাউড়া উপজেলার হরিচক গ্রামের চাঁন আলীর ছেলে আবুল কালাম আজাদ (৩০) ।
র্যাব সূত্রে জানা যায়,সোমবার (০১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উপজেলার সীমান্তবর্তী এলাকা হরিপুর গ্রাম থেকে আবুল কালাম আজাদকে আটক করে ।
এ সময় আটক আবুল কালাম আজাদের নিকট থেকে এক হাজার টাকার ৩০ টি জাল নোট ও ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।